চড়া রোদ কড়া দিন ধূলিময় আঁখি,
বসন্তের গোধূলিতে শেষটাই বাকি।
আম বাগে ঝরাপাতা ডালপালা শূন্য,
বোঁটাগাঁথা কুঁড়িগুলো বয়ে আনে পুণ্য।


নবরূপে গাছ ভরা মুকুলের ঘ্রাণ,
সুমধুর ঘ্রাণ পেয়ে জাগে মন প্রাণ।
ফুল থেকে মধু নিতে উড়ে মধুকর,
ঘ্রাণময় ফুল ঘেঁষে ঘুরে দিনভর।


বাগানের সীমানায় গুনগুন সুর,
উড়ে উড়ে মধুকর যায় বহুদূর।
দূর থেকে উড়ে এসে ঘুরে দিনমান,
ফুল জুড়ে মধুকর নেয় অবস্থান।


রাত শেষে রবি হাসে ঘামঝরা দিন,
মাঠে ঘাটে কড়া রোদ করে গতিহীন।
কচি পাতা ডালে ডালে পায় নবরূপ,
মগডালে দেখা যায় কুঁড়ি ঘেরা ঝোপ।


ফোঁটা ফোঁটা মধু রেখে পূর্ণ সব স্তর,
মধু এনে মধুকর ভরে বাড়িঘর।
বসন্তের শেষ স্তরে বিদায়ের সুর,
দিনক্ষণ গোনা শুরু গ্রীষ্ম যতো দূর।


কচি পাতা পুরো হয়, কুঁড়ি থেকে ফল,
গাছ ঘিরে ধীরে ধীরে বাড়ে কোলাহল।
চৈত্র মাস ইতি টেনে শেষ হয়ে যায়,
দিন শেষে গোধূলিতে বসন্ত বিদায়।