বসন্ত বাতাসের আনাগোনা আজ,
বাসন্তী মূল সাজে আজ ঋতুরাজ।
শীতের আমেজ নেই ঝলমলে রোদ,
দক্ষিণা হাওয়া মনে আনে প্রীতিবোধ।


কড়া রোদে ফুটে উঠে চৈতালি টান,
কোকিলের টানা সুরে মনে উঠে বান।
ছোট ছোট সাদা মেঘ ছায়া দিয়ে যায়,
মাঝে মাঝে ছেদ পড়ে কড়া রোদটায়।


লিরিলিরি বাতাসের ধীর গতিবেগ,
রঙ তুলে নীলাকাশে ছোট সাদা মেঘ।
সরিষার মাঠ জুড়ে চলে যায় মন,
ফাগুন হাওয়া তুলে মনে আবরণ।


গাছ জুড়ে ঝাঁক বাঁধা বাউকূল গাছে,
বড়ুই তলায় আজ কুনো ব্যাঙ নাচে।
শিশু দল ঢিল ছূড়ে কাঁচা ফল ঝরে,
কূল পাতা ঝরে ঝরে গাছতলা ভরে।


বাহারি রঙের ফুলে মনে উঠে দোল,
চারিদিকে ভরা আজ লাল গেন্দাফুল।
কড়া রঙ ধরা আজ গোলাপের গায়,
ঘর থেকে বের হলে মন ভরে যায়।


ফুল আর পাপড়িতে ভরে উঠা বন,
মন খুলে প্রজাপতি করে বিচরণ।
ঋতুরাজ করে সাজ শোভাময় বীতি,
মূল সাজে বাংলার বসন্ত রীতি।