আমাদের দেশটারে কত ভালোবাসি,
বার বার তার রূপে ঘুরে ফিরে আসি।
          ছায়া ঢাকা পাখি ডাকা
          বনে বনে ছবি আঁকা
ছায়াতলে ঠায় দাঁড়িয়ে তার রূপে ভাসি।


সারি সারি বৃক্ষ দেখে কেটে যায় বেলা,
নানারকম নার্সারীতে সাজে বৃক্ষমেলা।
          দিনভর মেলায় ঘুরে
          দুই চোখে দ্যুতি ছুড়ে
হেঁটে গেলে চোখে পড়ে প্রকৃতির খেলা।


বৃক্ষ কোন নামে নয় ফলে পরিচয়,
কাছে গেলে বিক্রেতারা যেচে কথা কয়।
          টব ড্রাম সাজানোটা
          একেবারে সাদামাটা
ফুল ফল চেয়ে আছে দেখে মনে হয়।


যে গলিতে হেঁটে যাই চেয়ে চেয়ে দেখি,
থোকা থোকা ফল দেখে স্থির হয়ে থাকি।
          ছোট বড় সব চারা
          টবের উপর দাঁড়া
রান্না ছাড়াই মনে হয় পাতে ভাত বাড়া।


কলম করা ছোট গাছে মিষ্টি রোদ পড়ে,
ছোট গাছে ফল দেখে হৃদয়াবেগ ঝরে।
          হাতে ছুঁয়ে দেখি আগে
          ভাবনাটা মনে জাগে
কুঁড়ি গাছে এই ফল হয় কেমন করে ?


গাছ নেবে শখ করে আসে ভাইবোন,
খরিদ্দারের দৃষ্টি পেতে টবে মাখা চুন।
          কিনে নিয়ে রোপণ করে
          অল্প দিনেই ফল ধরে
গাছপালা ভালো হয়, এটা মাটির গুণ ।