রোপণের সময়টা এই বুঝি যায়,
জল ছাড়া কৃষকেরা ছিল নিরুপায়।
কালো মেঘ জমে উঠে শুরু ডাকাডাকি,
ঘুমন্ত কৃষকের খুলে গেলো আঁখি।


জলশূন্য মাঠেঘাটে ছিল হাহাকার,
মেঘে ঢাকা আকাশটা দেখে বারবার।
বৃষ্টির সৃষ্টিতে ফোঁটা ফোঁটা জল,
হাহুতাশি কৃষকের বাড়ে মনোবল।


মন ভরা পেরেশানি আজ বুঝি শেষ,
মাঠেঘাটে কাদাজল দেখে লাগে বেশ।
মন ছিল জ্বালাময় ছিল ঢিলেঢালা,
আমনের চারা আজ রোপণের পালা।


খরা এসে পড়া ছিল কাদা নয় ধূলি,
হাহাকারে কেঁদে গেছে খালি মাঠগুলি।
বৃষ্টির জল খেয়ে ধূলি হলো দূর,
মেঘে ভরা আকাশটা করে ঘুরঘুর।


চাষিভাই ছুটে গিয়ে মাঠে নিল ঠাঁই,
দলবেঁধে চাষাবাদ করে ভাই ভাই।
চাষ করে তারা পায় গোলাভরা ধান,
জমিনের ধান পেয়ে বাঁচে সম্মান।


যার ফলানো ফসলে কর ভুঁড়িভোজ,
দুর্দিনে পাশে থাকো তার নাও খোঁজ।
ধান বেচে কৃষকের হাতে জমে ক্যাশ,
ফসলাদি ভালো হলে গড়ে উঠে দেশ।