বৃষ্টিধারায় নেমে এলো জনমনে শান্তি,
মেঘ জমে খেলা করে কাটে ভুলভ্রান্তি।
কৃষকের মনের কষ্ট এই বুঝি শেষ,
মাঠ ভরে ফসল হলে জেগে উঠে দেশ।
বৃষ্টি এসে থেমে গেলো কান্না ভেজা সুর,
কৃষকের হাহাকার হয়ে গেলো দূর।


মেঘ ফেটে ঝরে জল ভরে মাঠঘাট,
মন ভরে কৃষকের জেগে উঠে মাঠ।
ঊর্ধাকাশে কালো মেঘ অপরূপ সৃষ্টি,
কৃষকের মনের খুশি মাঠঘাটে বৃষ্টি।
ঘরে ঘরে খুশি জাগে কাজেকর্মে ধুম,
সারাদিন কাজ করে রাতে দেয় ঘুম।


গাছ বাঁচে মাছ বাঁচে জল যদি পায়,
জনমনে কলরব উঠে সারা গাঁয়।
চাষী ভাই করে চাষ কাটে তার ভয়,
সারা মাঠে ফসলাদি ভরপুর হয়।
জল পেয়ে ফুল ফুটে সাজে মধুবন,
মৌমাছিরা মধু পেয়ে খুশি আমরণ।


সাদা মেঘ জমে জমে নেমে এলো বৃষ্টি,
জনমনে আনচান সারা দেশে সৃষ্টি।
বৃষ্টি পড়ে ঝমঝম কলতানে পাখি,
ঝরঝর বৃষ্টি দেখে মনে সুখ মাখি।
বৃষ্টি পেয়ে বন বাঁচে জেগে উঠে ঘাস,
জল পেয়ে মাটি ভিজে গাছ নেয় শ্বাস।


আমাদের দেশটাতে কৃষি ভালো হয়,
দেশটার জনমন কৃষি করে জয়।
এশিয়ার এই দেশের উর্বর এ মাটি,
উর্বর এ কৃষি জমি ফসলের ঘাটি।
ফসলের প্রয়োজন টলটলা জল,
বৃষ্টি এসেই রসে ভরে সব সমতল।