বাইশ জনে খেলে যায়
কোটি লোকে দেখে,
পরের খেলা দেখে যায়
নিজের কাজ রেখে।
পরের ছবি ঘরে রাখে
নাম নম্বার গায়ে,
দূর দেশে নিজের ঘরে
নাচে খালি পায়ে।
বল পায়ে কাড়াকাড়ি
যতো প্রবঞ্চনা,
ঘরে বসে চিল্লাচিল্লি
এতো উন্মাদনা।


ফুটবলটা গোলের খেলা
চার ছক্কা নাই,
লক্ষ্য থাকে উভয় পক্ষে
শুধু গোলটা চাই।
গোলপোস্টে বল গেলে
সমর্থকরা নাচে,
কোটি মানুষ চেয়ে থাকে
গোলটা হলে বাঁচে।
অন্য পক্ষ গোল খেলে
হাততালি পায়,
মিস হলে ইশ! বলে
এমন দেখা যায়।


উন্মাদনার ঢেউ তুলে
গ্যালারীতে যারা,
দূর থেকে ভিডিওতে
দেখায় মন কাড়া।
জিতে গেলে যতো বেশি
উন্মাদনা চালায়,
নিজের দল হেরে গেলে
চুপি চুপি পালায়।
সারা বিশ্বে বেসামাল
উন্মাদনার চাপ,
বাজির দরে তেজী ভাব
চলছে বিশ্বকাপ।