সাগরের বুকে দেখি স্ফীত জলরাশি,
মন ভরে দেখে নিতে নিশি রাতে আসি।
জলে দেখি মধ্যরাতে জোয়ারের হানা,
গর্জনটা শুনে নিতে কথা বলা মানা।


স্ফীত জলে উঁচু ঢেউ তীরে এসে ভীরে,
বালুচরে স্ফীত জল আসে ধীরে ধীরে।
দেখে যাই জল বেয়ে বাতাসের তাড়া,
ঢেউগুলো নেচে যায় এটা মন কাড়া।


পূর্ণিমার চাঁদ টাও দেখি মাথা তুলে,
মায়ামাখা চাঁদ দেখা কেনো যাবো ভুলে?
ফেনা তুলা ঢেউগুলো চাঁদ দেখে হাসে,
হেলে পড়া আধমরা শামুকের পাশে।


ধেয়ে আসা ঢেউ থেকে হাঁকডাক উঠে,
বাতাসের তাড়া খেয়ে তীরমুখী ছুটে।
চাঁদরাতে ঢেউ দেখে মন প্রাণ দোলে,
প্রাণ ভরে দেখে যাই দু'নয়ন খুলে।


আস্তে আস্তে বাতাসটা ভারী হয়ে আসে,
সাগরের জলে দেখি ঢেউগুলো ভাসে।
ছুটে আসা উঁচু ঢেউ মনে নাড়া দেয়,
মধ্যরাতে ঢেউগুলো প্রাণ কেড়ে নেয়।


দোল খেতে যেতে পারো সাগরের তীরে,
ভুলো মন দোলে চলে মাঝরাত ঘিরে।
কূল ঘেঁষা হাওয়াটা সুশীতল লাগে,
রাতভর থেকে যেতে মনে সাধ জাগে।