রাত হলে উঠে যায় তারা ঝিলমিল,
সাগরের নীল জল আরো হয় নীল।
মাঝ রাতে কূল জুড়ে জোয়ারের হানা,
উঁচু উঁচু ঢেউগুলো যেনো তালকানা।


জোছনার নীল জলে ঢেউগুলো হাসে,
উপকূলে ঢেউ ভেঙে ফেনা হয়ে ভাসে।
ঢেউয়ের নিচে লাগে আঁধারের ছোঁয়া,
দূর থেকে মনে হয় ফেনা নয় ধোঁয়া।


জোছনার আলোমাখা নীল জলরাশি,
ঢেউ তুলে ছুটে চলে করে হাসাহাসি।
নীল জলের গর্জনে শিরে উঠে মন,
রাতে এসে তীরে বসে লাগে শিহরণ।


চাঁদ রাতে মন ভরে সাগরের কূল,
নীল জলে ফুটে উঠে জোছনার ফুল।
মায়ামাখা জোছনায় সীমাহীন ঘোর,
ঢেউ উঠা নীল জলে প্রাণে উঠে সুর।


নীল জলে সাদা চাঁদ আঁকে জলছবি,
বিদায় জানায় তাকে ভোরে এসে রবি।
কেটে গেলে মনে থাকে নীলাভের ছায়া,
মন জুড়ে জলছবি রেখে যায় মায়া।


সাগরের কূল ঘেঁষে চাঁদ রাতে যাও,
হৃদয়টা মেপে দেখো কত মজা পাও।
কূলে গেলে বুঝে যাবে জীবনের মানে,
মোহময় সুর উঠে মন ভরে গানে।