মেঘ আর বাতাসের ছুটাছুটি দোল,
অবিরাম জল ঝরে ভাসে উপকূল।
ঝুম বৃষ্টি ধুমধাম বসন্ত দ্বারে,
বাংলার কোলে আজ আসে বারেবারে।


আকাশটা ঢাকা ছিলো মেঘে রবি সোম,
মঙ্গল এ আজ যেনো ভেঙ্গে গেলো ঘুম।
কালো মেঘে আকাশটা ছিলো ছানাছানা,
মেঘ থেকে জল নেমে রবি আজ কানা।


চেয়ে দেখে মনে হলো আষাঢ়ের ঢল,
পথেঘাটে জল জমে করে টলমল।
হিম হিম ভাব আজ শীত সমতুল,
ভারী ঢলে ঝরে পড়ে সরিষার ফুল।


বৃষ্টির ফাঁকে ফাঁকে বাতাসের হানা,
মেঘমালা উড়ে যায় জল ঝরে টানা।
আমতলা ছেয়ে গেলো ঝরে পড়া ফুলে,
ছোট ছোট কড়ি আম বোঁটা ধরে ঝুলে।


দিনভর আকাশটা করে ঘুরঘুর,
অন্ধকারে বুঝা দায় সন্ধ্যা না ভোর।
মাঝে মাঝে মনে হলো ধেয়ে আসা বান,
হিম ভাবে মিটে গেলো চৈতালী টান।


বাজ পড়ে আকাশের ঝরে অনুরাগ,
চনমনে বসন্তে দিয়ে গেলো দাগ।
বৃষ্টির টানা জলে করে এলোমেলো,
চৈতী বসন্তে আজ টিপ দিয়ে গেলো।