ছোট ছোট পাহাড়ের ছোট ছোট টিলা,
অপলক চেয়ে দেখো টিলা নয় শিলা।
টিলা ঘেরা গাছপালা তৃণ-তরুলতা,
ছেড়ে গেলে মনে পড়ে চাটগা'র কথা।
হৃদয়ের কূল ঘেঁষা শোভাময় বীথি,
ক্ষণে ক্ষণে মনে করে চাটগা'র স্মৃতি।
এতো সাজ কেনো আজ ছেড়ে যাও তুমি,
কাঁদে মন কাঁদে প্রাণ কাঁদে সুমি রুমী।


এর চেয়ে ঢের ভালো আরো থেকে যাও,
মোহনাতে অপেক্ষায় সারি বাঁধা  নাও।
সাগরের কূল ঘেঁষা পাহাড়ের দেশে,
জীবনের সেরা সুখ পাবে অবশেষে।