প্রীতিডোর বন্ধ করে স্মৃতিটান শেষ,
অভিমানী দম নিয়ে রেগে আছো বেশ।
ভালোবাসা মনে নিয়ে হতো যেন ভোর,
আজ কেনো সেই মনে অভিমানী সুর।


কথা ছিলো চিরকাল পাশাপাশি রবে,
মান নিয়ে বেঁচে থাকো যতদিন ভবে।
বলেছিলে প্রীতিডোরে যত আসে বান,
মায়ার বাঁধন ঘেঁষে হবে খান খান।


বেকার যখন ছিলে সেই ভালো ছিলো,
চাকুরির চিঠি এসে সব কেড়ে নিলো।
দূর দেশে কার মনে তুলে আলোড়ন,
ভালোবাসা ফিকে করে ঘুরে গেলো মন?


প্রীতির বাঁধন কেটে মনে দাগ দিলে,
অকারণে কেনো তবে ভালোবেসেছিলে?
এই দিন দিন নয় আরো দিন আছে,
দিবাকরও হার মানে বিপদের কাছে।


সূর্যটা আড়াল হয় গ্রহণের কালে,
কড়া রোদ ছায়া হয়ে চলে গোলেমালে।
আকাশের রাঙা রবি হয় ম্রিয়মাণ,
লুকোচুরি খেলাটাই বিধাতার দান।


এর চেয়ে ঢের ভালো মুখ তুলে চাও,
প্রীতিময় স্মৃতিগুলো মন খুলে গাও।
ফিরে এসে ছেড়ে দাও মান অভিমান,
ভালোবাসা পাবে তুমি সমানে সমান।