চায়ের আড্ডায় কিছুক্ষণ সাথে বন্ধুগণ,
আড্ডা ছেড়ে চলে গেলে কেমন করে মন।
দীর্ঘ সময় পরে দেখা
দেখা হবে ছিলো লেখা
সময় যায় না একা একা ভাবি সারাক্ষণ।


টরেন্টো আর ঢাকার সাথে আছে এই বন্ধন,
টি-টেবিলে আড্ডা হয়নি স্থায়ী বেশিক্ষণ।
অল্পক্ষণের স্বল্প দেখা
ভেসে উঠে স্নায়ু রেখা
এটা ছিলো ভাগ্যে লেখা দেখা কিছুক্ষণ ।


তাতেই দেখি সুখ আনন্দ যতো মনে ছিলো,
অল্পক্ষণেই কথাগুলো হৃদয় কেঁড়ে নিলো।
মন আনন্দে ভেসে যায়
অন্তরাত্মা নেচে যায়
সবার মনে ফিরে চায় ভিড়া অতীতগুলো।


চায়ের আড্ডা হঠাৎ করে মুখোমুখির ফল,
হঠাৎ দেখায় স্বল্পক্ষণেই জমে কোলাহল।
আড্ডা জমে গোলেমালে
চায়ে চুমুক তালে তালে
বিদায় বেলা কাছে এলে আসে চোখে জল।


মন বলে বন্ধু সকল আবার দেখা করো,
হঠাৎ করে টি-টেবিলে চায়ের কাপ ধরো।
চায়ের নামে রেখো মনে
স্মরণ রেখো ক্ষণে ক্ষণে
আড্ডা জমায় বন্ধুজনে সু-সম্পর্কই বড়ো।