লাল নীল চেরি ফুল দেয় মনে দোল,
ফুল দিয়ে কাছে টানে থাকে যদি ভুল।
প্রেম ছাড়া এই ভবে জীবন মূল্যহীন,
ফুল দিয়ে পূর্ণ করে এ প্রেমের ঋণ।
যদি চাও এই ভবে মানব প্রেমে রবে,
চেরি ফুলে এই আশা পূর্ণ হবে ভবে।


খাঁটি প্রেম যদি তুমি ধারণ করো মনে,
সকল সৃষ্টির প্রতি ভালোবাসা আনে।
যতো তুমি বেড়ে উঠো পদে পদে ভুলে
সব ভুল মিটে যায় লাল নীল ফুলে।
মানুষের মনে যতো ভরা থাকে ক্লান্তি,
ক্লান্তি ঠেলে চেরি ফুল এনে দেয় শ্রান্তি।


ফুলে কোন ভুল নেই শান্তির প্রতীক,
সবসময় সজীবতা তার ভালো দিক।
বর কনে দ্বন্দ্ব লেগে ঝগড়াটা শুরু,
অবশেষে ফুল করে বন্ধনটা পুরো।
যদি থাকে চেরি ফুল হাতে তুলে নাও,
যাকে তুমি ভালোবাস তার হাতে দাও ।


মানুষে মানুষে যতো রেষারেষি করে,
ঝগড়ায় লিপ্ত হয়েই গলা টিপে ধরে,
মাথাটায় বায়ু চড়ে ঘরের সুখ ভাঙ্গে,
লাফ ঝাঁপ শুরু করে প্রতিবেশির সঙ্গে।
সেই ভুল অবশেষে মধ্যস্থতায় মিটে,
হাসিমুখে প্রতিবেশি ফুল নিয়ে ছুটে।


চেরি ফুল দেখায় গোল মন ভরে যায়,
ফুল দেখে খাঁটি প্রেম ঠিকানাটা পায়।
চমৎকার চেরি ফুল মনোরম লাগে,
এ ফুল হাতে নিলে ভালোবাসা জাগে।
যে ফুল ভাঙ্গে ভুল তবে কেনো দেরি?
লাল নীল চেরি ফুল সবাই চাষ করি।