আমার দেশের চিংড়ি মাছ, দেশ বিদেশে যায়,
সকল জাতির সকল মানুষ, মজা করে খায় ।
বিখ্যাত এ চিংড়ি মাছ, লবণ জলে হয়,
অনেক দেশের প্রবাসীরাও, চিংড়ির খবর লয়।
হাজার কোটি ছাড়িয়ে যায়, চিংড়ি থেকে আয়,
বৈদেশিক মুদ্রার বড় অংশ, এ খাত থেকে পায়।


চিংড়ি আনে সোনালী দিন, চাষীর মুখে হাসি,
লাভজনক এ মাছের চাষে, দেশের মানুষ খুশি।
চোখ পড়লেই মনে চায়, চিংড়ি মাছ খেতে,
আনন্দে মন ভরে উঠে, যখন উঠে পাতে ।


দেশের অনেক হাটবাজারে, গলদা চিংড়ি উঠে,
হাটবাজারের অনেক মানুষ, চিংড়ির পিছে ছুটে।
হাটে আসে মণে মণে, তাজা চিংড়ির মেলা,
কেজি কেজি বিক্রি করে, কাটে তাদের বেলা ।
চিংড়ি মাছ অনেক দামি, মাছের রাজ্যে সেরা,
দেশ বিদেশের ক্রেতার ভিড়ে, সজাগ চিংড়ি পাড়া।


চিংড়ি মাছ জাতীয় সম্পদ, সবাই দৃষ্টি রাখো,
সহযোগিতার হাত বাড়িয়ে দাও,তাদের পাশে থাকো।
চিংড়ি চাষী সুযোগ সুবিধা, যত বেশি পাবে,
দেশে আসবে স্বর্ণালী যুগ, উচ্চ স্তরে নেবে ।