স্বপ্ন সারথি তুমি তোমারই দেশ,
বাংলা স্বাধীন হয়ে আছে আজ বেশ।
দেশ আছে জাতি আছে শুধু তুমি নেই,
স্মরণীয় এই দিনে ডাকি তোমাকেই।


শ্রদ্ধা শুধু শ্রদ্ধা মুজিবের প্রতি,
স্বাধীন দেশের যিনি স্বপ্ন সারথি।
তোমার এ অবদান ভুলবার নয়,
প্রেরণায় করে গেলে যে যুদ্ধ জয়।


৭ই মার্চের ডাকে গড়া ইতিহাস,
বীর বাঙালীরা বুকে রাখে বারোমাস।
এই দিন বুকে ধরে তিলতিল করে,
তোমার চেতনায় এ জীবনটা গড়ে।


আজকের শিশু শিখে ইতিহাস দেখে,
তোমার ডাকের সারা চেতনায় মেখে।
প্রাণের নেতা মুজিব এই বাংলায়,
চেতনাটা মন জুড়ে ঘুরপাক খায়।


দিনে দিনে ছোট শিশু বড় হয়ে উঠে,
চেতনায় ইতিহাস বুকে এঁকে ছুটে।
তোমার জন্য আজ বাংলা স্বাধীন,
কিয়ামত অবধিই থেকে যাবে ঋণ।


এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সে দিনের এই ডাক উঠে ভাবনায়,
ভাবনাটা জেগে উঠে মন খুলে যায়।


আজ সেই স্মৃতি গাঁথা ইতিহাস বুকে,
তোমাকে স্বরণ করে পড়ে যাই শোকে।
হাহুতাশি মন জুড়ে একটাই নাম,
চির অমর মুজিব তোমাকে সালাম।