খরতাপ ধেয়ে চলে বাতাসেরা চুপ,
চৈত্র শেষে মরি হায় এটা কোন রূপ?
অতি কষ্টে দিন যায়
দিন শেষে মৃত প্রায়
তবু যেনো অসহায় ছেঁটে দাঁড়ি গোঁফ।


চৈত্র মাসে দিনশেষে ঘামলো বুঝি গা,
খরতাপ সহ্য হবে এমন স্বাস্থ্য না।
শেষ করে সব ধাপ
খরতাপ সয় চাপ
চড়া রোদ কড়া তাপ বিদায় নিয়ে যা।


সারাদিন চড়া রোদ গরমের হানা,
ভয় আছে অতিশয় সকলের জানা।
চামড়াটা পুড়ে যায়
হিটস্ট্রোকে ভয় পায়
কেউ দেখি যেতে চায় কেউ করে মানা।


খালি পায়ে চিড় ধরে নিচে ফেলা দায়,
এই রোদে হেঁটে গেলে পাতা পুড়ে যায়।
রোদ লেগে গা-টা পুড়ে
অতি রোদে মাথা ঘুরে
খরতাপে জ্বলে পুড়ে যেতে নেই সায়।


চৈত্র শেষে বসন্ত শেষ হয়ে এলো,
বিদায়ের সুর তুলে সব এলোমেলো।
ঘাম ঝরে ভিজে কেশ
দহনেই পুড়ে শেষ
রুদ্র মূর্তির ধরে বেশ শেষ দেখা দিলো।


বর্ষবরণ আর মাত্র দুই দিন দূর,
নববর্ষে ঘুরে যাবে বছরের মোড়।
চৈতী টান একাকার
করে গেলো দূরাচার
পুড়ে করে ছারখার বিদায়ের সুর।