মেঘনার চরে উঠা পালা বাঁশে ঘর,
ঝড় এলে ঘরগুলো করে নড়বড়।
কাঁপে মন থরথর উঠে যদি বান,
বানে পড়ে ঘর-বাড়ি ভেঙ্গে খানখান।


ভরা জলে স্রোত এসে সব ভেসে যায়,
আকাশের মেঘ দেখে ভয়ডর পায়।
জানা নেই শোনা নেই স্রোত দেয় হানা,
ভেসে যায় জমিজমা ভাসে ঘরখানা।


তীর ভেঙ্গে বাড়িঘর বিলিনের পানে,
ঘরবাড়ি ছেড়ে দিয়ে আসে এইখানে।
চরে এসে হাসি নাই চালা ঘরে বাস,
কোনো মতে দিন যায় করে চাষবাস।


চরে গড়া বাড়িঘর ঠিকানা বিহীন,
কূল হীন জীবনের কেটে যায় দিন।
ঘরহারা মানুষের চরে হলো ঠাঁই,
ভিটেমাটি শেষ হয়ে ডাক নাম নাই।


তীর ঘেঁষা পিতৃভূমি পেটে নিলো স্রোত,
কূল ভাঙ্গা স্রোত এসে ধ্বংস হলো জুত।
সর্বহারা লোকগুলো আজ ভাসমান,
অবশেষে চর টাই চুন খসা পান।