চোরের ভাবনা বিশ্বজুড়ে সবাই বুঝি চোর,
চলার পথে পুলিশ দেখে থাকে অনেক দূর।
চোরের কাজ চুরি করা
মালিক থাক ঘাটের মরা
চুরি করার ভাবটা ধরা সকাল সন্ধ্যা ভোর।


চুরির নেশা ভজন দশা তামাম চিন্তা তার,
আপন কাজে ধরা খেলে খাচ্ছে অনেক মার।
লাত্থি গুঁতা হজম করে
অন্তর জ্বালায় পুড়ে মরে
অধিক মারে শপথ করে করবে সদাচার।


ছোট চোরের বিচার করে বেদম মারধর,
বিচারকালে তাদের কাছে নেই আপনপর।
বড়ো চোরের বাজার ভালো
দেখায় শুধু আশার আলো
সবাই দেখে সাদা-কালো বুঝে ক'দিন পর।


চুরি করার নেশায় ভরা পেশার সাথে চুরি,
অন্যায় কাজে বিভোর থেকে চুরিই কারিগরি।
চুরি করার ভাব জাগে
কথা বলে আগেভাগে
রাগের সাথে কথার আগে থাকবে সিনাজুরি।


চুরি করেও সম্মান পায় সে যে বড়ো চোর,
তার ক্ষমতা হাতেই থাকে লাগাম বহুদূর।
অর্থ বিত্তের কমতি নাই
স্বনামধন্য দেখতে পাই
মার খেয়েও আবার যাই সে যে বাহাদুর ।


লাতি পাতি চোরের কদর মোটেও কিন্তু নাই,
চোরের বাচ্চা হারামজাদা গালি দিয়েই যাই।
চোরের সাথে বাবা-মায়
পরের কাছে গালি খায়
চড় থাপ্পড় মেরে যায় সবাই দেখতে পাই ।