এটা কেবল গল্প নয় বাস্তবতায় ঠাঁসা,
ছবির মাঝে ডুবে আছে অনেক বড় আশা।
           চোখে ভাসে এই ছবি
           উঠে গেলো রাঙা রবি
লুকিয়ে আছে এ ছবিতে অনেক ভালোবাসা।


ছন্নছাড়া জীবনবোধ এই তো হলো শেষ,
স্বাধীনচেতা মনোভাবের একটু আছে রেশ।
           ভালোবাসা কাছে আসে
           দেখা হয় দিন শেষে
এ সময়ে সে যে বলে আছি ভালো বেশ।


বিয়ের পর একা থাকায় বাঁধা পড়ে যায়,
ভালোবাসায় আটকা পড়ে পিছন ফিরে চায়।
           ভালোবাসায় দানা বাঁধে
           কনে তখন নিজে রাঁধে
মিষ্টি হাতে জামাই বাবু শ্বশুরবাড়ি যায়।


এ সময়ে শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয়,
আপন ভেবে করতে হয় সবার মন জয়।
           যাই বলো জামাই ভালো
           ঝকমকে ফুটলো আলো
জামাই দেখে সবাই যেনো এমন কথা কয়।


জীবনবোধ বদলে যায় নতুন শুরু করে,
কর্মক্ষেত্রের কাজ শেষে ফিরে আসে ঘরে।
           আগে যেতো ঘুরেফিরে
           এখন আসে সব ছেড়ে
ঘরে ফিরে সময় দেয় বন্ধুরা সব দূরে।


দিন বদলে শুরু হয় হিসাব দেয়ার পালা,
দেরি হলে বউ বলে কোথায় তুমি গেলা?
           উত্তর দেয় ছলে বলে
           কাছে এসে বউ বলে
কাজ শেষে দেরি কেনো কার কাছে ছিলা?