অগোচরে বাজে বলে করে অনুমান,
পাছে লোক কাছে এলে গায় গুণগান।
জনমনে দুই রূপ জগতের রীতি,
আবডালে চাম তুলে আবদারে প্রীতি।


সাথে থেকে নম নম চেপে রাখে জেদ,
চিরচেনা ব্যবহারে নেই ভেদাভেদ।
অন্তরালে ফুটে উঠে স্বরূপের ছায়া,
পরস্বার্থে সায় নয় ক্রোধান্ধ কায়া।


পিঠ ভরে নিয়ে যায় পেট ভরে খায়,
বিপরীতে মনিবের মন্দটাই চায়।
কোলে বসে দোল খায় করে ভুঁড়িভোজ,
মায়াজালে বন্ধি করে থাকে হররোজ।


সাথী হয়ে গরম চা খায় সারারাত,
অসময়ে বোবা সেজে ভোররাতে কাত।
ঘ্রাণ নিয়ে সঙ সাজে নিজেরটা বুঝে,
পাকা ধানে মই দিয়ে তার লাভ খুঁজে।


বহুরূপী নষ্ট লোক ভ্রষ্ট পথে চলে,
নম নম ভাব ধরে শত মিথ্যা বলে।
বুকে শত জ্বালা নিয়ে চেহারাটা নষ্ট,
দুনিয়াতে নিজ দোষে বয়ে চলে কষ্ট।


দুষ্ট লোক মিথ্যা বলে জল করে ঘোলা,
পরধনে লোভ করে শেষে পায় মুলা।
অগোচরে বাজে বলে আত্মলোভে দেখা,
ধরা খেলে মনে রেখো দিন শেষে একা।