তুমি হাসো সবাই হাসে সবাই তাল মিলায়,
হাসির সাথে একে একে মনের সুখ বিলায়।
সুখের সময় কাছে থাকে
যখন তখন কাছে ডাকে
পাশে থেকেই শত্রু দেখে তাদের ধরে কিলায়।


টাকার লোভে কাছে থাকে পরও আপন হয়,
টাকা দিয়েই তুমি করো তাদের মন জয়।
টাকার কাছে সব ভালো
চারিদিকে দেখবে আলো
কাজেকর্মে দিনের শেষে নেই তো পরাজয়।


সুসময়ে সকল কিছু রঙিন দেখা যায়,
ছোট বড় সবার কাছে ভালোবাসা পায়।
মন্দটাকেও ভালো বলে
সবাই আসে দলে দলে
সময় ভালো সব ভালো তারা দেখতে চায়।


ইটা ক্ষেতেও হাঁটা যায় সব সমান লাগে,
উঁচুনিচু সমান লাগে অনেক কথা জাগে।
টক মিষ্টি যতোই থাক
দুনিয়াটা বদলে যাক
নিরাশায়ও আশা জাগে দিনের প্রথমভাগে।


মধুর দিন শেষ হলে হাসির পরে কান্না,
দিনশেষে নিপাত যায় মধুর রান্নাবান্না।
সব যখন উল্টো পথে
চলতে হয় নিজ রথে
নিজের কাজে দিতে হয় পরের ঘরে ধর্না।


সুখের দিনে সাথী পেলেও দুঃখের দিনে একা,
সরল সোজা পাকা পথও দেখায় আঁকাবাঁকা।
সারাটাদিন কেঁদে মরো
খড়কুটো আঁকড়ে ধরো
তোমার সাথে কেউ থাকে না কাঁদো একা একা।