ধৈর্য ধরে যতো তুমি চাঁদ মুখে যাবে,
যদি ছুঁতে চাও চাঁদ তাও তুমি পাবে।
        দূরে যাহা কাছে টানো
        হাতে ধরে টেনে আনো
দূরে যতো মনে হয় দূরে নাহি রবে।


মন যদি ছুটে চলে শূন্যে উড়ে যায়,
যেতে দাও শূন্যে উড়ে এটা ওর দায়।
        মহাশূন্য ভালোবেসে
        কাজ শেষে ফিরে আসে
যে সময়ে বুঝে যাবে সীমানা কোথায়?


বাঁধা বিঘ্ন যতো আসে সব পাড়ি দেবে,
যে বাসনা মনে আছে তার খোঁজ নেবে।
        সোজা পথে যেতে যেতে
        সব খোঁজ নিতে নিতে
সুতো যদি ছিঁড়ে দাও তবেই তো পাবে ।


যে মানুষ স্থির নাই তাকে তুমি দেখো,
তার কোনো ঠায় নাই দেখে কিছু শেখো।
        হও যদি ধৈর্যহারা
        চলে মন গিট ছাড়া
সব সময় ধৈর্যটা নিজ মনে রেখো ।


কার কতো ধৈর্য আছে গুণ দেখে বুঝো,
বেছে বেছে ভালো গুণ তার মাঝে খোঁজো।
        গুণ যার সদাচার
        প্রাপ্যতাটা নিরাকার
সৎগুণ যার মাঝে তাকে তুমি পুজো ।


নিজে নিজে মোনালিসা তুমি হতে চাও?
ধৈর্য ধরে হাঁটি পায়ে গুনে গুনে যাও ।
        লক্ষ্যবস্তু চোখে ভাসে
        সাফল্যটা দ্রুত আসে
অলৌকিক যাহা ছিলো পেয়ে যাবে তাও ।