ঘুম থেকে জেগে উঠে ভাবনা জাগে মনে,
আজ তার দেখা পাবো ভাবনা ক্ষণে ক্ষণে।
            একটা ফুল নিয়া যান
            দুইটা টাকা দিয়া যান
মায়া মাখা কণ্ঠে সে যে জামায় ধরে টানে।


হাতে থাকে মরা ফুল তবু আশায় থাকে,
দুই টাকা পাবে বলে মরা ফুলটা রাখে।
            ফুল ছাড়া টাকা নেয় না
            দিতে গেলে হাত দেয় না
যার কাছে ছুটে আসে তার পছন্দ যাকে।


ফেলে দেয়া ফুলগুলো কুড়িয়ে হাতে নেয়,
হাসি মাখা মুখ পেলে তাকেই তুলে দেয়।
            দাবী তো তার দুই টাকা
            মুখটা তার মায়া মাখা
প্রতিবন্ধী এতিম বলে তারও আছে ব্যয়।  


লিলি তার ডাক নাম, খোঁড়া পায়েই হাঁটে,
দিন গিয়ে সন্ধ্যা হলে ঘুমায় পথেঘাটে।
            তার কোন দুঃখ নাই
            প্রতিদিন দেখতে পাই
ফুল বেচে শেষ হলে খেলতে যায় মাঠে।


সারা বিশ্বে এমন লিলি কতোই দেখা যায়,
তার মনও হেসেখেলে ভালো থাকতে চায়।
            ভালোবেসে হাতটা ছাড়ি
            যদি কিছু করতে পারি
চেষ্টা করলে হতে পারে লিলিদের উপায়।


_________০০০_________


                "সহমর্মিতার সংবেদন"