তুমি যদি পেতে চাও ক্ষণিকের শান্তি,
দোলনায় দোল খাও ছেড়ে ভুলভ্রান্তি।
          দোলনাতে উঠে যাও
          উঠে তুমি দোল খাও
দোলনায় চড়ে তুমি নিতে পারো শ্রান্তি।


আছে যতো দোষ গুণ মাথা থেকে ঝাড়ো,
খোলা মনে শ্বাস নিয়ে দোলনাটা ছাড়ো।
          শ্বাস নাও জোরে জোরে
          দোল খাও মন ভরে
গা ভাসিয়ে দোল খেয়ে দেখে নিতে পারো।


আকাশটা দেখে দেখে মনে রঙ মেখে,
দোলনাটা ছেড়ে দাও ডান বাম দেখে।
          নীলাকাশে চেয়ে চেয়ে
          গুনগুন গান গেয়ে
দেখে নাও মনে মনে আলপনা এঁকে।


দোলনাটা দোল খেয়ে হেলে দুলে চলে,
শান্তিপুরে উঁকি দিয়ে মন কথা বলে।
          মনাকাশে ফুল ফুটে
          নীলাকাশে চলে ছুটে
কি হবে ভাবতে পারো এমনটা হলে ?


শান্তিপুর যেতে হলে চেষ্টা করে দেখো,
দোলনায় দোল দেয়া নিজে নিজে শেখো।
          সোজাসুজি দাও দোল
          যেনো তাতে না হয় ভুল
দোলনায় চড়ে তুমি সোজাসুজি থেকো।


ছোট বড় ছেলে বুড়ো সবাই তো আসে,
খানিক সময় নিয়ে দোলনায় ভাসে ।
          দোলনায় দোল খায়
          শান্তিপুর চলে যায়
ঝুলে ঝুলে দোল খেয়ে মিটমিটিয়ে হাসে।