দুইবার কাঁদে মন একবার হাসে,
তার কাছে হাসি ফুটে যাকে ভালোবাসে।
কেঁদে কেঁদে ছোট শিশু দুনিয়াতে আসে,
শেষ নিঃশ্বাসে দেখি চোখ জলে ভাসে।


পৃথিবীর আলো দেখে দেয় চিৎকার,
বড় হয়ে সেই শিশু হয় ঠিকাদার।
যৌবনের ভালোবাসা হাসি আনে মনে,
নিরিবিলি প্রেম করে হাসে দুইজনে।


শুভ দিনে কত হাসি কত গান গায়,
সংসার গড়ে তুলে যত দিন যায়।
মোহময় দুনিয়াতে হাঁটে মাঠেঘাটে,
ক্ষমতার মোহে পড়ে রংতুলি বাটে।


ধরাটাকে সরা জ্ঞানে করে ধূলিময়,
ভালোমন্দ কোন কাজে তার নেই ভয়।
ক্ষমতাটা হাতে নিতে উঠে পড়ে লাগে,
ধরণীতে মন ভরে যত সাধ জাগে।


জীবনের যবনিকা যত কাছে আসে,
মন চলে পিছুটানে কাটে হাহুতাশে।
ভয় জেগে দুই চোখ করে ছলছল,
ইহকালে শেষ দমে আসে চোখে জল।


কেঁদে আসে দুনিয়াতে বিদায়েও কাঁদে,
শেষ নিঃশ্বাসে তার ছায়া পড়ে চাঁদে।
যৌবনের হাসি মুখে কত ফুল ফুটে,
বিদায়ের ক্ষণে হয় কালো ঘুটঘুটে।