বেলী জবা জুঁই জুড়ে যত সুখস্মৃতি,
মউ বনে মন কাড়ে শোভাময় বীথি।
মধুকর ছুটে আসে গুনগুন সুরে,
যার পানে চোখ যায় খানিকটা দূরে।


ছুটে আসা মধুকর ঘুরে ফুলে ফুলে,
পাঁপড়িতে ছোঁয়া লেগে অলীগুলো দোলে।
প্রভাকর দিয়ে যায় ঝলমলে আলো,
স্মৃতি জুড়ে দোল উঠে মন হয় ভালো।


আনমনে তবু যেন চায় বারবার,
ক্ষীণ স্বরে যত বলি চাই নাতো আর।
রঙ মেখে বিকশিত নিলাভিত আঁখি,
খোলা মনে আজ দেখি কত ফুল পাখি।


ডালে বসে ডাকে পাখি কি মধুর সুর,
পাখিদের গান শুনে লাগে সুমধুর।
যত আছে অবসাদ তলানিতে যায়,
আজ কোন ক্ষত নয় সুখ ফিরে পায়।


সুরভিত সুবাসটা পাই আগমনে,
মনোরম পরিবেশ আজ মউ বনে।
সাঁঝের বেলায় আজ কি যে মনে চায়,
অজান্তেই ভরে যায় কানায় কানায়।


পাখিদের সুর আর ডালে ভরা ফুল,
অনুভবে রঙ মেখে ভাঙ্গে সব ভুল।
আসলে তা ভুল নয় বিধাতার খেলা,
দুনিয়ার রঙ দেখে শেষ হবে বেলা।