নয়নে নয়ন পড়ে যদি আসে টান,
আনমনে উঠে যায় কূল জুড়ে বান।
সুর উঠে ডান বাম এক হয়ে যায়,
সেই সুর ছুটে চলে শেষ সীমানায়।


খোলা মনে সুর তুলে গায় গুণগান,
শোভাময় ভালোবাসা বিধাতার দান।
হৃদয়টা বৃন্দাবনে শুধু আসে যায়,
মনে আসা কথাগুলো সুর তুলে গায়।


কেউ বলে ভালোবাসা ছলনায় ভরা,
ব্যর্থ হয়ে বাজে কথা বলে মন গড়া।
মাথা ভারী সময়ের শুধু অপচয়,
একমুখী আকাঙ্ক্ষা ভালোবাসা নয়।


মনে মনে প্রেমানলে জ্বলে উঠে ধূপ,
তাপ লেগে গলে যায় বরফের স্তুপ।
বাহুবলে ভালোবাসা গড়ে তোলা নয়,
প্রকৃত ভালোবাসা প্রীতি শোভাময়।


যার মনে ভালোবাসা একবার আসে,
বাঁধা বিঘ্ন পার হয়ে চিরকাল হাসে।
গুঞ্জনের কুণ্ডলী পায়ে পিষে চলে,
চিরসুখী ভালোবাসা এটাকেই বলে।


ভালোবাসার মানে খুঁজো কেন অকারণ,
খোঁজা থেকে বুঝা যায় ছলনায় মন।
মনে যদি ভেসে উঠে জল ছাড়া নাও,
খাঁটি মনে ভালোবাসার সম্মান দাও।