জাল ফেলে টেনে যায় সাগরের ঢালে,
ইলিশের ঝাঁক আজ জেলেদের জালে।
মাঝে মাঝে একটানে উঠে শতমণ,
রূপালী ইলিশ নয় যেনো গুপ্তধন।


মাছ বেচে পেয়ে যায় লক্ষ লক্ষ টাকা,
গরীবের পেটে তবু আশটুকু আঁকা।
হাটের ইলিশ যেনো নাগালের পিছে,
হাটে গিয়ে চেয়ে চেয়ে দেখে মিছে মিছে।


ইলিশের পাইকার চলে সাঁই-সাঁই,
গরীবের ভাগ্যে আজ জাটকাও নাই।
হাটে দেখে ইলিশের ডালি-কুলা ভরা,
এতো ধরে তবু যেনো বাজারটা চড়া।


রূপালী ইলিশ আজ খুলছে যে দ্বার,
মধ্যস্বত্ব ব্যবসায়ী করে কারবার,
সাগরের নোনাজলে ইলিশের খনি,
মাছ ধরে জেলে নয় মহাজন ধনী।


ট্রলারের ভাড়া আর সাজ-সরঞ্জাম,
ঋণ করে ভাড়া নিয়ে তার ছুটে ঘাম।
ধার দেনায় কেটে যায় দাদনের মাস,
এতো ধরে তবু তার আছে হাহুতাশ।


অসময়ে পেটেভাতে দিন চলে যায়,
মহাজনের টাকা নিয়ে ঋণ করে খায়।
ঝোপ বুঝে মহাজন হয়ে উঠে যম,
ঋণী বলে তার কাছে দামটাও কম।


জাল বেয়ে জেলে তুলে যত মাছ নায়,
তার চেয়ে বেশি লাভ মহাজন পায়।
যতোদিন না মুছবে মহাজনের নাম,
ততোদিন কমবে না ইলিশের দাম।