বাগানের চারিধারে রোদ জুড়ে কাক,
পেয়ারার গাছে দেখি শালিকের ঝাঁক।
পরিযায়ী সব পাখি আকাশের গায়,
আজ দেখি দিনভর গান গেয়ে যায়।


চয়নীয় তিলতিল আকাশটা নীল,
মোহনীয় ধীর রোদে তরু ঝিলমিল।
কনকনে এই শীতে রোদের আমেজ,
শীতল গিরিতলের ঝলমলে ব্যাজ।


এমন মধুর দিনে মাঘের এ সাজ,
মন জুড়ে প্রীতিডোর খোলামেলা আজ।
হিম হিম ভাবটুকু আজ মৃদু বলে,
সুধাময় নিঃশ্বাস দলে উপ-দলে।


কষ্টের ধৃষ্টতা আজ দেখি নাই,
বাতাসটা উত্তরেও শোভাময় পাই।
পদ্মার জলভাগ পুরোটাই ফাঁকা,
যেখানে কালও ছিলো কুয়াশায় ঢাকা।


ঝলমলে দিন আর পাখি ডাকা বন,
এই দিনে মাঘ মাসে শুভ আচরণ।
সুধাবনে মধুকর করে গুনগুন,
মনে হলো এই বুঝি এসেছে ফাগুন।


আজকের দিন যেন কাটে কলরবে,
ভোর দেখে মনে হলো এমনটাই হবে।
আধো শীতে প্রীতিময় করে রবি চাষ,
আকাশটা আজ দিল ফাগুন আভাস।