আমি হলাম ফেরিওয়ালা, ফেরি করে খাই,
ফেরি পেশায় যুক্ত থেকে, বাড়ি বাড়ি যাই।
ঘাড়ে থাকে জিনিসপত্র,  হাতে ঘণ্টা বাজে,
সারাদিন হেঁটে চলি, সকাল দুপুর  সাঁঝে।
পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, সবার সেবা দেই,
জিনিস বেচে গুণে গুণে, টাকা হাতে নেই ।

ঘাড়ের জিনিস বেচে কিনে, যে কয় টাকা পাই,
বউ ছেলেদের খাবার কিনে, বাজার করে যাই।
কিছু টাকা দৈনিক হারে, জমা করে রাখি,
মাসের শেষে ভাড়া দেই, যে ঘরটাতে থাকি।
সঞ্চয় বলতে কিছুই নাই, ভাড়া দিয়েই যাই,
ভাড়ার টাকা হাতে রেখে, বাকি অর্জন খাই।

বেচা কেনা ভালো হলে, যেমন কিছু পাই,
যেদিন জিনিস কম চলে, খালি হাতে যাই।
আয় নাই খাবার নাই, উপোস কাটে বেলা,
সারাবছর খারাপ দিন, এমন যায় মেলা।
ঘরে থাকা বউ ছেলেরা, সবাই কষ্ট পায়,
সারাটা  দিন উপোস থাকি, তবু দিন যায়।

দুর্যোগপূর্ণ দিন যায়, আয়-রোজগার  ছাড়া,
অসুখে পড়ে সংসার চলে, দোকান বাকি দ্বারা।
দিনে রাতে উভয় বেলা, খেটে বাড়তি উঠে,
ধারের টাকা উশুল করি, শ্রমের পিছে ছুটে।
এটাই আমার ফেরি জীবন, গেলাম আমি বলে,
সারা মাস সারা বছর, যেভাবে দিন  চলে।

কেমন চলে ফেরি জীবন, যে জন জানতে চায়,
আমার মত জীবন যাদের, তারা কাছে যায়।
গুণে গুণে চলে সময়,  অনেক দুঃখ সয়ে,
আগামীকাল কেমন যাবে, সময় কাটে ভয়ে।
খেটেখুটে চলি আমি, আছি তবুও সুখে,
সৎ ভাবে পথ চলি, সাহস থাকে বুকে।