কেনো জানি ঘুরে গেলো জীবনের মোড়,
ছিলো যতো হাসি খুশি তা তো বহুদূর ।
          হলো না আর ফিরে দেখা
          সব হারিয়ে থাকি একা
এ জীবনে কোনোদিন পাবো না তো নূর ।


তুমি সব বলেছিলে আমি যাই শুনে,
সব কথা মেনে নিয়ে রাখি সব মনে ।
          তবে কেনো ছেড়ে গেলে
          ছেড়ে গিয়ে কষ্ট দিলে
কত আশা ভালোবাসা ছিলো মোর প্রাণে।


এই যদি ছিলো মনে কাছে কেনো নিলে,
চলে গিয়ে বিনা দোষে কেনো ব্যথা দিলে?
          দুটি মনের কতো আশা
          গড়ে তুলবো ছোট বাসা
ভালোবাসা ছেড়ে গিয়ে কিবা সুখ পেলে?


হাত ধরে কতো গান তুমি গেলে গেয়ে,
চোখে চোখ রেখে তুমি মনে সুখ চেয়ে।
          ভালোবাসার রঙ মেখে
          চিত্তসুখ দেখে দেখে
নিজ হাতে বলি দিলে দূরে ঠেলে পায়ে।


সব আশা দূরে ঠেলে পেলে তুমি যাকে,
টাকা টাকা করে সে তো আরো দূরে থাকে।
          রাস্তা এখন আঁকাবাঁকা
          তুমি দেখো অনেক টাকা
টাকা দেখে সুখ শান্তি সব হলো ফিকে ।


সুখ দুঃখ যা ছিলো এই মনে আছে,
দিন রাত স্মৃতিটুকু রাখি কাছে কাছে।
          ভালোবাসা কেনা যায় না
          সুখস্মৃতি প্রাণে সয় না
ফিরে দেখা স্মৃতি ছাড়া বাকি সব মিছে।