ফলের যতো পুষ্টিগুণ অন্য কোথাও নাই,
বেশি করে ফলের গাছ রোপণ করে যাই।
পূর্ণ মাত্রায় পুষ্টি পেতে চারা লাগাই দেশি,
নিজ হাতে করি চাষ দেশি ফল বেশি।
আম কাঁঠাল লিচু কলার ফলন ভালো হয়,
নিজ চাহিদা শেষ করে জুটে বাড়তি আয়।


আরো যতো দেশি ফল বেশি করবো চাষ,
যে জমিতে যে ফসল ফলে বারো মাস।
কাঁচা পাকা পেঁপের কদর সারা বছর থাকে,
পুষ্টিগুণের বিবেচনায় ঘরে ঘরে রাখে।
সারা দেশেই কম বেশি তরমুজ আবাদ হয়,
ভেতর লাল তরমুজ করলো সবার মন জয়।


জাম তেঁতুল বরই তাল সবাই যেমন খায়,
ব্যাগ ভরে কিনে নিতে পেয়ারা দেখে যায়।
উঁচু নিচু পাহাড় টিলায় আনারসে ভরপুর,
ট্রাক ভরে চালান নিয়ে যায় যে বহুদূর।
বেল কদবেল কম হলেও চাহিদা অনেক বেশি,
অধিক মূল্যে বেচে যায় আনার এনে চাষি।


থোকা থোকা  লটকন ফল গাছ ভরে ঝুলে,
শাখার চেয়ে অনেক বেশি গোড়া থেকে তোলে।
হলুদ বরণ পাকা লটকন খেয়ে অনেক মজা,
বীজ বুনে চারা করে চাষ করাও সোজা।
পাতি লেবু বাতাবি লেবু ঘরে ঘরে খায়,
বাতাবির চেয়ে পাতি লেবু অনেক বেশি চায়।


দেশি ফল বেশি করে যতো করবো চাষ,
শরীর স্বাস্থ্য ভালো রাখতে খাবো বারোমাস।
দোআঁশ মাটির দেশি ফল ভিটামিনে ভরপুর,
নিজ গাছের ফলেই করবে পুষ্টির অভাব দূর।
দেশি ফলের চারা লাগাই বাড়ি কিংবা চরে,
স্বাস্থ্য রক্ষায় সারা বছর ফল থাকবে ঘরে।