আসে যখন পূর্ণ সময়, শিউলি ফুল ফুটে,
যারা ফুলের সুবাস নেবে, বাগান মুখে ছুটে।
শিউলি ফুল কত সুন্দর? কাছে এসে দেখো,
কেমন করে ভালো থাকবে তার কাছে শেখো।
এত সুন্দর শিউলি ফুল, ছিঁড়ে  নিলেই শেষ,
তাকে তুমি গাছেই রাখো তাতে মানায় বেশ।


ক্ষণস্থায়ী তোমার জীবন, যদি বেঁচে  থাকো,
ধান্ধাবাজি ছেড়ে দিয়ে মনটা ভালো রাখো।
শিউলি ফুটে সুবাস ছড়ায়,সব দুর্গন্ধ রুখে,
ফুলের মতো জীবন গড়ে, থাকো তুমি সুখে ।


অল্প দিনের  স্বল্প  জীবন, ভালো রাখো মন,
জীবন  যদি  সুন্দর  হয়, আসে ভালো ক্ষণ।
ভালোবাসা সবার পাবে রাখবে তারা মনে,
ভালো  কথা বলবে তারা, বলবে প্রতি  জনে।
সুন্দর  সমাজ গড়ে তুলে তাকে রাখো ভালো,
ফুলের মতো জীবন পেয়ে দেখে যাও আলো।


ফুল বাগানে ফুলকে দেখি সবাই ভালোবাসে,
বাগানে মুখে হেঁটে গিয়ে তার সাথেই মিশে।
জীবন তোমার সুন্দর করো ফুলের মত গড়ো,
সকল মন্দ ঝেড়ে ফেলে সোজা রাস্তা ধরো।