একেক গাছের পাতা একেক রকম,
ভাবনাটা জেগে উঠে বন্ধ হয় দম।
গাছ ভরা পাতাগুলো চেয়ে দেখি আজ,
এতে আছে বিধাতার মহাকারুকাজ।


ফাগুনের  ঝরাপাতা তাও লাগে কাজে,
আবারো গজিয়ে উঠে নতুনের সাজে।
ছায়া দেয় ফল দেয় করে উপকার,
মানুষের কল্যাণেই সৃষ্টি বিধাতার।


যার যত মনে ধরে করি উপভোগ,
জল খেয়ে ফল দেয় তার নাই রোগ।
বৃষ্টির ফোঁটা ঝরে বিনামূল্যে জল,
সারি সারি গাছ দেয় জল খেয়ে ফল।


কাঠ-খড়ি যত লাগে তার কাছে পাই,
যে গাছের ফল নাই কাটি গাছটাই।
প্রয়োজনে গাছ কেটে আসবাব গড়ি,
ঘরে ঘরে  আসবাবের হয় ছড়াছড়ি।


শত গাছে যত আছে ঔষধিগুণ,
একসাথে স্বাদও আছে পান আর চুন।
যে গাছের যত বেশি উপকার পাই,
বেঁচে থেকে তত বেশি তার গুণ গাই।


শ্বাস নিতে গাছপালা কার্বন টানে,
আমরাও ঋনী তার অক্সিজেন দানে।
মন ভরে দম নিতে যার প্রয়োজন,
গাছের এই উপকার পায় জনগণ।


মাঠে ঘাটে পাবে তুমি সবুজের ছায়া,
গাছ যত উপকারী রাখো তত মায়া।
কাটাকাটি ছাঁটাছাঁটি বন্ধ করো আজ,
আয়ু পেতে ধরে রাখো বাগানের সাজ।


নতুন গাছ লাগানোর আজ করো পণ,
বেঁচে যাবে জীবজন্তু সাথে জনগণ।
সুখী দেশ গড়ে পাবে  সুখী পরিবার,
আজ থেকে শুরু করো সেই কারবার।


জীবন রক্ষার কাজে উপকারে আসে,
কাঠ পাতা ফুল ফল মধু আর ঘাসে।
ভারসাম্য রক্ষা করে গড়ে পরিবেশ,
গাছপালা ভরে তুলে পাবে সুখী দেশ।