নীরবে দাঁড়িয়ে তুমি চুপচাপ থাকো,
ফুল দাও ফল দাও ছায়াময় রাখো।
বাতাসটা ভরে দাও অক্সিজেন দিয়ে,
মানুষ বাঁচাও তুমি কার্বনটা নিয়ে।


একচুল ভয় নাই তোমার নির্জনে,
ঘোর অন্ধকারে থাকো ধীরস্থির মনে।
ফিরাও ঝড়-তুফান রাখো অবদান,
ঠাঁই দাঁড়িয়ে বাঁচাও আমাদের প্রাণ।


তোমার মাঝেই আছে যে ঔষধি গুণ,
কাঁচা পাকা স্বাদ আনে টক ফলে নুন।
সবুজ শ্যামল তবু নেই অহঙ্কার,
তাই তো বন্ধু হয়ে আমি আসি বারবার।


ভারসাম্য রক্ষা করো গড়ো পরিবেশ,
দিন-রাত নীরবেই থাকো তুমি বেশ।
উপকার করে যাও তবু নির্বিকার,
ও গাছ; বলো না আজ কী লাভ তোমার?


কষ্টটা বুকে নিয়ে গাছ বলে শুনো,
পাতা ছাঁট গোড়া কাট নিজ ঘর বুনো।
আসবাবে ভরো ঘর গাছ কেটেকুটে,
লাকড়ি বানাতে কেউ কেটে নিয়ে ছুটে।


রাঁধুনিরা লাকড়িকে পুড়ে করে ছাই,
একবার তো ভাবেনা কষ্ট আমি পাই।
বাঁচার তাগিদে করি করুণা ভিক্ষা,
কেটেকুটে শেষ করে সে দেয় শিক্ষা।


ফুল দেই ফল দেই সেইসাথে ছায়া,
এসব গুণের জন্য রাখো দয়ামায়া।
তুমি কি চাও না আমি বেঁচে থাকি ভাই,
ভালো পরিবেশ গড়ে পরিবেশ বাঁচাই?


শপথ করে সবাই গাছে ভরো দেশ,
বাঁচার তাগিদে পাবে ভালো পরিবেশ।
ফুল ফল আর গুণ সবটুকু নাও,
গাছকে বন্ধু ভাবো যদি সুখ চাও।