গোলাপ কাননে বীথি প্রীতি শোভাময়,
পাশাপাশি কলিগুলো দোলে কথা কয়।
ফুটে উঠা ফুল দেখে মনে লাগে দোল,
রঙ দেখে মন কাড়ে প্রীতিময় ফুল।


গোলাপের পাপড়িতে প্রেমময় সুর,
হৃদয়ের কূল ঘেঁষে করে ঘুরঘুর।
ছুটাছুটি করে মন যার কাছে যায়,
ফুল দেখে মন দোলে সেই সীমানায়।


কাঁটা ঘেরা ফুল ফুটে ফুলে নেই ভুল,
রক্ত লাল গোলাপটা প্রেমময় ফুল।
মায়া মাখা পাপড়িতে আবেগটা রাখে,
ভালোবেসে হাতে দিলে মনে রঙ মাখে।


কেউ ধরে কাঁটা ফুটে ডুবে হতাশায়,
কাঁটাযুক্ত ফুল ধরে জীবনটা যায়।
কারো জন্য গোলাপটা আগুনের গোলা,
কেউ পায় প্রেমময় হৃদয়ের দোলা।


কেউ গড়ে খাঁটি প্রেম সুখে গান গায়,
ভোরে উঠে প্রেমিকের গোলাপটা চায়।
গোলাপেই ভালোবাসা গোলাপেই ভয়,
গোলাপেই ঝড় তুলে সারা বিশ্বময়।


কারো প্রেম ফুলে আঁকা কারো গ্লানিময়,
কেউ দেখি হাতে ফুল রাখে সদাশয়।
কাঁটাযুক্ত ফুল দিয়ে যদি প্রেম করো,
ছিঁড়ে নিতে তার গায়ে বুঝেশুনে ধরো।