আনমনে চলে যাই বাগানের মুখে,
প্রেমময় দোল উঠে কূলহীন বুকে।
শোভাময় মনোলোভা মায়া মাখা ফুল,
ভোলামনে সাড়া ফেলে গোলাপের দোল।


গোলাপের রঙ দেখে মনে রঙ ধরে,
মন ভরে ঝড় উঠে কূল ছাড়া ঘরে।
ঝড় উঠে ভর করে প্রেমময় বাণী,
ফুল দেখে ভেসে উঠে তার মুখখানি।


তার কাছে মন যায় শত ফুল দেখে,
ফুলগুলো দোল খায় মনে রঙ মেখে।
পাপড়িতে চেয়ে দেখি প্রেয়সীর মুখ,
ফিরে এসে ঘরে যাই ভেসে উঠে শোক।


বারেবারে ভোলামন মুখ ফিরে চায়,
চিনচিন ব্যাথা আসে মাঝ বুকটায়।
প্রেয়সীর খোঁজ নাই ফুল দেবো কাকে?
তবু মনে গোলাপের চাহনিটা থাকে।


বাগানের গোলাপটা মনে করে দেয়,
প্রেয়সীর মোহ মায়া মন কেড়ে নেয়।
পরবাস শেষ করে কবে যাবো বাড়ি?
লাগাতার মনে চলে চাকাহীন গাড়ি।


গোলাপের চাহনিতে হৃদয়টা যায়,
গড়াগড়ি করে মন শত দোল খায়।
প্রেয়সীর কাছে গেলে উঠে তোতলামি,
আজ দেখি পরবাসে গোলাপটা দামী।