কলিগুলো ফুটে উঠে ঝুলে পড়ে ডাল,
গন্ধরাজে মুখরিত কি দারুণ হাল।
ডাল ভরা ফুলগুলো হয়ে উঠে ভারী,
বৃষ্টির তাড়া খেয়ে বাড়ে তাড়াতাড়ি।


বরষায় ফুলে ভরে সারা গাছ ছায়,
মধুকর ফুলে বসে গুনগুন গায়।
তার গায়ে পুরোটাই সাদা চকচক,
চারিদিকে ছড়ানোটা পাপড়ির ঢক।


পাপড়িতে ধরে রাখে বৃষ্টির ফোঁটা,
ডালে খাড়া ফুলগুলো বোটা তার মোটা।
টানা টানা পাপড়িতে ফোঁটা ফোঁটা জল,
কাছে গেলে হয়ে উঠে মন চঞ্চল।


মধুকর বলে যায় ফুল তুমি কার,
কার জন্য সুবাসিত রাখো চারিধার?
সুবাসের গুণে আমি ঘুরে ঘুরে আসি,
আমি শুধু ফুল নয় মধু ভালোবাসি।


ফুলবনে ফুটো তুমি শ্রাবণের দিনে,
বাকি সব দিনগুলো থাকি তুমি বিনে।
বৃষ্টিটা সারা গাছে পড়ে ঝরঝর,
এই দিনে ছুটে আসি আমি মধুকর।


ঘন ঘন পাতা তার সারা গাছ ভরা,
ফাঁকা ফাঁকা সব ফুলে সুবাসটা কড়া।
ফুল দেখে চোখে পড়ে চকচকে সাজ,
কি করে ভুলব তারে সে যে গন্ধরাজ।