বৈশাখী গরমের হাহুতাশি জ্বালা,
যায় যায় পরাণটা পুড়ে ছাই কালা।
রোদ আর গরমের খেলা বুঝা ভার,
জ্বালাময়ী রোদে গেলে পুড়ে ছারখার।


বারেবারে চোখ যায় আকাশের গায়,
জলন্ত রূপ দেখে ভোগে নিরাশায়।
চেয়ে দেখে মনে হয় আগুনের গোলা,
রবি ছাড়া চারিদিকে আকাশটা খোলা।


বৈশাখী ধাওয়া খেয়ে বাতাসটা চুপ,
দিন-রাত সুনসান ফুটন্ত রূপ।
কড়া রোদে গরমটা আরো গেলো জমে,
থেমে যায় শ্বাসনালী কাশি উঠা দমে।


হাঁচি আর কাশি যেন বুকে দেয় হানা,
ঘাম ঝরে গায়ে বসে লবণের দানা।
বিপন্ন পরিবেশে গরমের হাল,
মাঠঘাট কাঠফাটা মরা শৈবাল।


গরমটা অসহ্য ভাব টান টান,
ভয় হয় এই আসে বৈশাখী বান।
আকাশটা মেঘে ভরে যদি তাই হয়,
কাল বৈশাখী হলে এখানেই ভয়।


ভয়ডর মনে উঠে খায় ঘুরপাক,
এর চেয়ে ঢের ভালো যায় দিন যাক।
সময়ের দোলাচালে সুরহীন বাণী
হাহুতাশি মন জুড়ে করে কানাকানি।