অবশেষে শুরু হলো বাতাসের মোড়,
উড়ে যাচ্ছে সাদা মেঘ ঘুরে বহুদূর।
ভেলাগুলো ছুটে যায় আকাশের গায়,
মানুষের অশান্তিটা চেয়ে দেখে যায়।


এই বুঝি বৃষ্টির ফোঁটা ফোঁটা জল,
ভেলাগুলো স্থির হয়ে ভিজে সমতল।
ক্ষণে ক্ষণে চোখ যায় আকাশের পানে,
গরমটা যদি আসে সাধারণ মানে।


বাতাসের চাপে পড়ে পাতাগুলো উড়ে,
খুশিতে নেচে উঠে সারা গাছ জুড়ে।
গাছে গাছে শুরু হলো মর্মর ধ্বনি,
ধীরে ধীরে কেটে যাচ্ছে গরমের শনি।


বাতাসের সাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচে,
শান্তনার আঁচ শুরু বাতাসের নাচে।
বৃষ্টি হলে কমে যাবে গরমের তেজ,
মেঘগুলো সরে যাবে পড়ে কালোব্যাজ।


সাদা মেঘ কালো হয়ে করে গোলমাল,
হয়তোবা বৃষ্টি হবে আজ নয় কাল।
অশান্তির অপেক্ষাটা অল্প কিছু আছে,
জনমন নাজেহাল গরমের কাছে।


বৈশাখ শুরু হলো তার পরিচয়ে,
আগুনের গোলা হয়ে ফেলে দিয়ে ভয়ে।
আজ থেকে শুরু হলো বাতাসের তাড়া,
ঝড়োগতি শুরু হলে হবে দিশেহারা।