মন ভরে দেখে নাও কার সাথে ছবি,
যাঁর সাথে এই ছবি তিনি মহাকবি।
শুরু হলো বইমেলা প্রাণে বাজে সুর,
দেখা হলো মহাকবি-র হেঁটে কিছুদূর।


প্রীতিময় ঝড় উঠা বিধাতার রীতি,
কৌতুহল পূর্ণ করে গাই প্রেমগীতি।
মহাজ্ঞানী কাছে পেয়ে ছবি তুলে যাই,
আনমনে আমি যাঁর গুণগান গাই।


তাঁর যতো গুণাগুণ বিধাতার দান,
আরো আছে ছবিময় ঝলমলে মান।
ছবি দিয়ে মহাকবি করে মন জয়,
ভবিষ্যতে এই ছবি হবে স্মৃতিময়।


আজীবন এই মন যার ছবি আঁকে,
গুণীজন খুঁজে নিতে আনমনে ডাকে।
যাকে খুঁজে এই মন তাকে খুঁজে পায়,
গুরুজন কাছে পেয়ে মন ভরে যায়।


একসাথে ছবি নিতে করি খাটাখাটি,
প্রীতিময় ছবিগুলো হলো পরিপাটি।
স্বপ্নগুলো মনে প্রাণে করে বসবাস,
প্রীতিমাখা স্মৃতিগুলো হবে ইতিহাস।


যার গুণে জেগে উঠে জল ছাড়া ঢেউ,
বইমেলা খুঁজে দেখো আছে কেউ কেউ।
আচরণে তাঁর আছে মন ভরা গুণ,
তিনি আর কেউ নন কবীর হুমায়ুন।