পাহাড়ের গায়ে চড়ে ঝরঝর ঘাম,
বুক ভরা স্বপ্ন নিয়ে উঠে হামহাম।
সুউচ্চ পাহাড় টিলা পাড়ি দিতে হয়,
গহীন অরণ্যে যেতে পদে পদে ভয়।


কুড়ি কুড়ি টিলা বেয়ে পরে হামহাম,
গভীর অরণ্য গাঁথা ভয়ঙ্কর নাম।
অরণ্য ঘেরা ঝর্ণাটা বশ করে মন,
হামহাম ঝর্ণাটাই মূল আকর্ষণ।


শত শত ঝোঁপঝাড় উঁচু নিচু পথ,
মন ভরে শখ উঠে ঠেলে নেয় রথ।
পাহাড়ের সরু পথে ভয় করে জয়,
চোখে ভাসে হামহাম প্রীতি শোভাময়।


হামহাম পাহাড়ের ঝর্ণা ঝরা ধ্বনি,
সব জ্বালা মিটে যায় দেখে মধ্যমনি।
ঝরঝর পানি ঝরে ঝিরিপথে যায়,
সেই জল স্পর্শ করে মন শান্তি পায়।


ঝিরিপথ ঘেরা যেন পাথরের খনি,
উঁচু থেকে জল ঝরে উঠে উলুধ্বনি।
চূড়া থেকে খাড়া হয়ে ছিটে আসে জল,
সুর তুলে মন বলে আরো কিছু বল।


ঘাম ঝরা শ্রম দিয়ে মেখে কাদামাটি,
গিয়ে দেখো মন কাড়ে সুখ ভরা ঘাঁটি।
গভীর অরণ্যে যাবে আশা এক বুক,
হামহাম ঝর্ণা দেবে হামহাম সুখ।