মনের সাথে মন মেলাতে তুলে ধরো বুক,
অশ্লীলতা মুক্ত থেকেই রপ্ত করো সুখ।
দুঃখী লোকের কাছে গিয়ে মুক্ত করো ঋণ,
পরের তরে নিজের সুখ বিলি করার দিন।


জনম দুঃখী যাকে পাবে তার কাছে যাও,
দেখতে পাবে ঈদের দিনে কত মজা পাও।
জ্ঞান-গরিমা তুচ্ছ করে ছুড়ে ফেলো জিদ,
সেমাই রুটি বন্টন করে পূর্ণ করো ঈদ।


উঁচুনিচু নাই ভেদাভেদ সমতালে চলো,
ধনী-গরিব সবার সাথে ভালো কথা বলো।
হৈ-হুল্লোড় বর্জন করে অশ্লীলতা ভুলো,
ন্যায়ের পথে কদম ফেলে ভিন্ন সুর তুলো।


সম্বলহীন জীর্ণ পথিক যারা আসে যায়,
সেমাই রুটি সবাই যেনো সমহারে পায়।
পরের সুখেই করে যাও অকাতরে দান,
সৃষ্টিকর্তার ক্ষমার জন্য গাও গুণগান।


সহায়তার হাত বাড়িয়ে টেনে নাও বুকে,
অসহায়ের সহায় হলে দুস্থ থাকে সুখে।
আপন আলোয় সুখ নাই পরের তরে সুখ,
বিপদগামীর পথ দেখিয়ে রক্ষা করো মুখ।


হাত বাড়ালে ধনী-গরিব কমে ব্যবধান,
অচল লোকের সাথী হয়ে রাখো অবদান।
লোকসমাজে সৎ কাজের করো আহ্বান,
এক কাতারে শামিল হয়ে হও পূণ্যবান।