কেউবা ধরে পলোয় মাছ, কেউবা খেওয়া জালে,
আমার দেশের  গ্রামে গঞ্জে,  হাওকা বাওয়া বলে।
যেদিন হবে হাওকা বাওয়া, ঢোল পিটিয়ে জানায়,
হই হুল্লোড় ধরছে মাছ, আমার দেশেই মানায়।
হাওকা বাওয়া কি আনন্দ?  তারাই কেবল জানে,
যারা যায় হাওকা বাইতে, অনেক  শান্তি  প্রাণে।


কেউবা পায় বেশি মাছ, কেউবা ধরে কম,
তবু কারো ঘাটতি নেই, সুখ আনন্দের  দম।
হাওকা বেয়ে মাছের চেয়ে, আনন্দটাই বেশি,
অংশ নিয়েই মহা খুশি,  সব সোহাগী বাসী।


শেষ বিকেলে চায়ের স্টলে, স্টেশন রোডে বসে,
কে কতোটা পেলো মাছ, সবাই হিসাব কষে।
প্রফুল্ল মন সবার তখন, চায়ে চুমুক দেয়,
একেক জন বর্ণনা দেয়, সবার হাসি পায়।
সারাটা দিন কষ্ট করেও, খুশির সীমা নাই,
মন বলে ঐ  সময়টায়, আবার ফেরত যাই।


সোহাগী বাসীর এই আনন্দ, চির অম্লান থাক,
শুভকামনা  সবার জন্য,  যে যখানেই যাক।
সবার  সাথে হাওক বেয়েছি,  আমিও ছোট বেলায়,
ওসব স্মৃতি মনে পড়লেই,  পুড়ি অন্তরজ্বালায়।