বারে বারে যেনো তারে খুঁজে ফিরি গাঁয়,
হারিয়ে খুঁজার জন্য মনে জাগে সায়।
গাছপালা ভরা সেই  সুশীতল গ্রাম,
পেটে গেলো গাছে চড়ে কতো আম জাম।


পুকুরের জল বেয়ে যত ছিলো খেলা,
জলডুবি খেলা করে কেটে যেতো বেলা।
আগেকার সেই খেলা এখন আর নাই,
মাছ চাষে খেলা শেষ ঘরমুখো ঠাঁই।


দিন দিন বেড়ে চলা মানুষের ভীড়ে,
আজ দেখি সেই দিন শেষ ধীরে ধীরে।
ঘরে ঘরে অভাবের আছে হাহুতাশ,
কোনো মতে টেনেটুনে চলে বারোমাস।


গাছে গাছে পাকা ফল ছুঁয়ে দেখা ভার,
অপরের গাছে গেলে চলে দরবার।
আগে ছিলো যেই পথ অবিরাম খোলা,
এ সময়ে গিয়ে দেখো কাঁটাতার ঝুলা।


সৌজন্যটা উঠে গেছে তার দেখা নাই,
একগাদা ছেলেপুলে করে খাই খাই।
দিনশেষে পরিশ্রমে যত ক্ষুধা জাগে,
তাড়া শুরু বাড়া ভাত খাবে কার আগে।


ঘরে ঘরে একে অন্যে শ্রদ্ধাবোধ কম,
যার জন্য টেনে নেয় গলা পুরে দম।
এই যুগে মন বলে এ কি দিন এলো?
আধুনিক যুগে এসে সব এলোমেলো।