ঝলমলে জল দেখে মনে ফুটে ফুল,
বেলা ডুবে রাত হলে উঠে শোরগোল।
ঝিরিঝিরি বাতাসটা জল বেয়ে আসে,
তীরে বসা লোকজন মন খুলে হাসে।


সন্ধ্যায় জ্বলে উঠে লাল-নীল বাতি,
তীরে চলে গাড়িঘোড়া নেই তাতে হাতি।
ছোট ছোট ঢেউ বেয়ে জলযান ছুটে,
কত লোক দেখে যায় মুখে হাসি ফুটে।


শত শত লোক এসে বসে যায় তটে,
জল দেখা শুধু নয় বিনোদনও বটে।
পারাপারে লোক নিয়ে ভেসে যায় তরী,
রাত হলে ফোয়ারায় উঠে জলপরী।


জমে উঠে খানাদানা জল ঘেঁষা মলে,
সন্ধ্যাটা নেমে এলে ভরে কোলাহলে।
তীরে আসা শিশুদের  হৈচৈ উঠে,
দৌড়ঝাঁপ শুরু করে ফুটে হাসি ঠোঁটে।


শহরের বাড়িঘরে হা-হুতাশে পুড়ে,
মন ভরে দম নিতে ঝিলে এসে ঘুরে।
ছায়াময় তীরে বসে দিন কেটে যায়,
ছোট ছোট ঢেউ গুনে মনে সুখ পায়।


শহরের মাঝখানে সুশীতল জল,
তীরে বসে চেয়ে দেখো করে টলমল।
চারিদিকে তীর ঘেঁষা গড়ে উঠা বন,
হাতিরঝিল ছুটে এসে ভরে যাও মন।