হেমন্তের আগমনে সুশোভিত থাকি,
কৃষকের কষ্ট দেখে আঁখি জল রাখি।
তারা ধীর মনোবলে
ঘামঝরা শ্রম দিলে
পাকা ধান ঘরে তুলে হয় তারা সুখী।


গোলাভরা ধান পেলে সুখে দিন যায়,
ধেয়ে আসা হেমন্তের সুবাতাস পায়।
ধান কাটা শেষ হলে
আঁটি বাঁধে দলে দলে
সব আঁটি জমা হলে ঘরে নিতে চায়।


পাকা ধান কেটে নিয়ে হেঁটে বাড়ি যায়,
টপাটপ ঘাম ঝরে তবু গান গায়।
মাঠ ভরা ধান পেয়ে
সুর তুলে গান গেয়ে
ঘামঝরা শ্রম দিয়ে মনে সুখ পায় ।


কৃষকেরা ধান পেলে মুখে হাসি ফুটে,
হেমন্ত অম্ল মধুর আভাস দিয়ে ছুটে।
শুরুতেই হালকা শীত
মনে জাগে শীতের গীত
স্পর্শ পেয়ে হিতাহিত শিহরণ উঠে।


মোহনীয় হেমন্তের সহনীয় হাওয়া,
শীতকাল আগমনের প্রাথমিক ধাওয়া।
শিশির বিন্দু জমা হয়
মনে জাগে শীতের ভয়
আপন মনে কথা কয় পেয়ে শীতল ছোঁয়া।


না শীত না গরম এমন বিরাজ করে,
সূর্যাস্তের পর থেকে শিশির বিন্দু ঝরে।
কৃষক ভাই হাল ধরে
রবি চাষ শুরু করে
ঘ্রাণ নেয় প্রাণ ভরে শিমুল ফুল ধরে।