কানে আসে হেমন্তের গুনগুন সুর,
মাঝ রাতে ছাদে বসে লাগে সুমধুর।
আকাশের গায়ে আজ শতকোটি তারা,
মন ভরে দেখে নাও জেগে আছো যারা।


এমন মধুর ক্ষণ এই মাসে আসে,
চেয়ে থেকে তারাগুলো মিটমিটে হাসে।
আনমনে মন যায় আকাশের পানে,
গুনগুন সুর তুলে মন ভরে গানে।


ঘন-কালো আকাশের উজ্জ্বল তারা,
আবেগের ঢেউ তুলে এটা মন কাড়া।
আঁখি জুড়ে ফুটে উঠে তারকার মেলা,
তারাগুলো শুরু করে মন জুড়ে খেলা।


হৃদয়ের কূল জুড়ে ফুটে উঠে ফুল,
সুনসান নীরবতা মনে লাগে দোল।
তারকার চাহনিতে ঝলমলে আলো,
ঝিরিঝিরি বাতাসটা আরো লাগে ভালো।


তারকার কাছে মন থাকে একসাথে,
ছাদে বসে হেমন্তের এই মাঝ রাতে।
ভেলা হয়ে তারাগুলো মন জুড়ে নাচে,
হেমন্তের মাঝ রাতে এসো তার কাছে।


ঝলমলে উজ্জ্বল আকাশের গায়,
দেহটাকে ছেড়ে দিয়ে মন চলে যায়।
উড়ু মন ঠাঁই নেয় তারকার পাশে,
সীমাহীন সুখ পেয়ে হাসে উল্লাসে।