অরণ্যের ছড়াছড়ি প্রকৃতির দোল,
সীমাহীন সাগরের জল ঘেঁষা কূল।
চারিদিকে থৈ থৈ কোলেপিঠে জল,
স্বভাবটা ধরে রেখে করে ছলছল।


আকাশের সব নীল তার গায়ে ভাসে,
ঘননীল আকাশটা চেয়ে চেয়ে হাসে।
সারাগায়ে নীল জল দোলা দিয়ে যায়,
নীল হয়ে সবকিছু ঘুরপাক খায়।


যতদূর চোখ যায় নীল আর নীল,
বড় বড় ঢেউ জুড়ে নীলে কিলবিল।
সাগরের কূল ঘেঁষা পাহাড়ের গায়,
লতাপাতা নীল হয়ে মনে শোভা পায়।


বাতাসের চাপ লেগে ঢেউগুলো উঠে,
ঘন সাদা ফেনা তুলে উপকূলে ছুটে।
কূল ছোঁয়া সাদা ঢেউ কি দারুণ লাগে,
খাড়া হয়ে ফেনা উঠে সাদা-নীল ভাগে।


হিমছড়ি পাহাড়ের পাদদেশটায়,
জোয়ারের জল এসে ধুয়ে দিয়ে যায়।
জল ঘেঁষা কূল জুড়ে পাহাড়ের ছায়া,
পথচারী হেঁটে যায় রেখে যায় মায়া।


জল আর অরণ্য আছে পাশাপাশি,
কূল ঘেঁষা জলছায়া স্মৃতি অবিনাশী।
পাহাড়ের পাদদেশে জলে গড়াগড়ি,
শত লোক প্রতিদিন দেখে হিমছড়ি।