হৃদয়ের কবি তুমি স্মরণীয় আঁখি,
মননে শ্রবণ করি তবু থাকে বাকি।
তোমারই চরণ আজ বরণের কলি,
ভেবে যাই দিনেরাতে শত কথা বলি।


চরণে চরণে তুমি রেখে গেছো সাজ,
ভাঙতে পারিনা কেউ সেই সাজ ভাজ।
গীতিরাজ কবি তুমি দৃঢ় প্রীতিরাজ,
প্রীতিময় তাল ছন্দ যতো কারুকাজ।


আজ তুমি শোকতারা প্রীতিময় শোভা,
জ্বলে উঠা কলমের টান মনোলোভা।
এ জগতে সেই আঁচ ঝলমলে রবি,
সকরুণ ধ্বনি তোলা তুমি সেই কবি।


যে কারণে অগোচরে করি গুণগান,
মন ভরা কবিগুণ স্মৃতিময় মান।
মন ভুলা বাণী দেখে এ জীবন যায়,
প্রাণ হয় নিঃশেষ তবু ভুলা দায়।


স্মৃতিময় বাণী নিয়ে করে অভিনয়,
প্রতিরূপ দিতে পারে কোন মহাশয়?
আজীবন গুণ গাই লই যার নাম,
স্মরণে বরণ করি তুমি সেই শাম।


কবিগুরু ডাক শুনেই স্তম্ভিত হয়,
নাম শুনে চিনে যারে এ জগতময়।
হৃদয়ের কবি বলে আঁকি জলছবি,
তুমি আজ কবিগুরু হৃদয়ের কবি।